বর্তমানে চুল পড়া ও দুর্বল হয়ে যাওয়ার সমস্যা নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সবার মধ্যেই দেখা যায়। বিশেষ করে মাথার সামনের বা মাঝের অংশের চুল পাতলা হয়ে গিয়ে কপাল ও সিঁথি চওড়া হয়ে যাচ্ছে অনেকের। তবে শুধু চুল পড়াই নয়, এর সঙ্গে আরেকটি প্রচলিত সমস্যা হচ্ছে চুলের আগা ফেটে যাওয়া, যাকে বলে স্প্লিট এন্ডস। সময়মতো যত্ন না নিলে এই সমস্যা চুলের সৌন্দর্য ও গঠন দুটিকেই নষ্ট করে ফেলে।