
প্রায় সব নারীর সাজের অন্যতম অনুষঙ্গ হলো লিপস্টিক। পোশাকের সঙ্গে মানানসই শেডের লিপস্টিক সাজের মাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে প্রতিদিন ব্যাবহার করা এই দামি লিপস্টিক আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।প্রতিদিন ঠোঁট রাঙাতে আমরা যেসব লিপস্টিক ব্যাবহার করি সেগুলো তৈরিতে ব্যাবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ।
এসব রাসায়নিক আপনার স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এমনকী আপনার কিডনি, ফুসফুসসহ আরো জটিল শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ লিপস্টিকে ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়াম এবং অন্যান্য অনেক বিষাক্ত পদার্থ রয়েছে। লিপস্টিকের নিয়মিত ব্যবহারে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে।
বিশেষ করে তাদের মধ্যে যারা ২৪ ঘণ্টার মধ্যে ২ থেকে ৩ বার লিপস্টিক লাগান।
গবেষণায় আরো বলা হয়েছে, লিপস্টিকের রঙ যত গাঢ় হবে তাতে বিষাক্ত রসায়নের পরিমাণও তত বেশি হবে। গবেষকদের মতে, দীর্ঘদিন লিপস্টিক ব্যবহারের ফলে সময়ের সঙ্গে সঙ্গে শরীরে ক্যাডমিয়াম জমা হতে থাকে। যা কিডনির ক্ষতি, ফুসফুসের ক্ষতি, হাড়ের ব্যাধি, হরমোনের ভারমাস্য নষ্ট করতে পারে।
ক্যান্সারের মতো মরণব্যাধির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে লিপস্টিক।
বিশেষজ্ঞদের মতে, লিপস্টিক বা লিপ বাম কোনোটিই ঠোঁটের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এগুলোতে এমন রাসায়নিক ও কৃত্রিম রঙের ব্যবহার হয়, যা ত্বকসহ সার্বিকভাবে স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।
লিপস্টিক ও লিপ বামে প্যারাবেনের মতো রাসায়নিক থাকে। এই উপাদান শরীরে গেলে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং স্তনে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
তাই লিপস্টিক বা বাম কেনার আগে অবশ্যই লেবেল পরীক্ষা করে নিন। যতটা সম্ভব রাসায়নিকমুক্ত লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করার চেষ্টা করুন।
সূত্র: আনন্দবাজার ডটইন।