ঢাকা   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

একনজরে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ চার খবর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ জুলাই ২০২৫

সর্বশেষ

একনজরে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ চার খবর

কনফিডেন্স সিমেন্টের রাইট ইস্যুর আবেদন পুর্নবিবেচনা

 শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদনটি পূণ:বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানি কর্তৃপক্ষ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে চায়। যে আবেদন বিএসইসি বাতিল করে দিয়েছে। যা পুর্নবিবেচনার জন্য বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে।

চার কোম্পানির শেয়ারের আকাশছোঁয়া চাহিদা

শেয়ারবাজারে আজ (মঙ্গলবার) মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হলেও টাকার অঙ্কে লেনদেন অনেক বেড়েছে। এই মিশ্র প্রবণতার মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল চারটি কোম্পানির শেয়ার। এই কোম্পানিগুলোতে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় শেয়ারগুলো যেন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় ঠেকেছে। কোম্পানি চারটি হলো: এপেক্স স্পিনিং, মনোস্পুল বিডি, এপেক্স ট্যানারি এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বিক্রির জন্য কোম্পানিগুলোর পর্যাপ্ত শেয়ারের সরবরাহ ছিল না। যার কারণে তাদের দাম সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং লেনদেন সীমিত হয়ে পড়ে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ১১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ১২৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে; এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১৬ টাকা থেকে ১২৫ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে এবং মোট ৪ লাখ ৭১ হাজার ৯৬২টি শেয়ার ৫ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকায় লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে মনোস্পুল বিডির, যার শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে ১০৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে; এদিন কোম্পানিটির শেয়ার দর ৯৬ টাকা থেকে ১০৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে এবং মোট ৫ লাখ ৪৯ হাজার ৪৬টি শেয়ার ৫ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকায় লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ট্যানারির, যার শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে ৭৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে; এদিন কোম্পানিটির শেয়ার দর ৬৯ টাকা থেকে ৭৫ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে এবং মোট ২ লাখ ৮৯ হাজার ৭৪৫টি শেয়ার ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়।

এছাড়া, ডিএসইতে আজ ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর ১৩৭ টাকা ৫০ পয়সা বা ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৮৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে; এদিন কোম্পানিটির মোট ২ হাজার ৭৩৮টি শেয়ার ২ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকায় লেনদেন হয়।

এই কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস গত কয়েকদিন যাবত ধারাবাহিকভাবে বাড়ছে। এরমধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার আগেরদিনও সর্বোচ্চ দামে লেনদেন হয়ে হল্টেড হয়েছিল, যা এই শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের তীব্র আগ্রহের ইঙ্গিত দেয়। তবে কোম্পানিগুলোর শেয়ারে নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।

প্রয়াত দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির প্রয়াত দুই উদ্যোক্তা শেয়ারহোল্ডারের কোম্পানিতে ধারণকৃত শেয়ার তার উত্তরসূরির মধ্যে হস্তান্তর করা হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এম এ মান্নান গত ২০২১ সালের ৩১ মার্চ মারা গেছেন। এই উদ্যোক্তার নামে বর্তমানে কোম্পানিটির মোট ১৯ লাখ ৮০ হাজার ৬৫৯টি শেয়ার রয়েছে। এরমধ্যে তার মনোনীত ড. রেশমী মান্নান সিদ্দিক এবং ড. গালিব মান্নানের কাছে ১৭ লাখ ৯৬ হাজার ৫১৭টি শেয়ার হস্তান্তর করা হবে। উভয়ই কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তারা মনোনয়নের মাধ্যমে যথাক্রমে ৬ লাখ ১০ হাজার ৮১৬টি এবং ১১ হাজার ৮৫ হাজার ৭০১টি শেয়ার পাবেন।

এছাড়া, কোম্পানির আরেকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার নার্গিস মান্নান ২০২২ সালের ২ নভেম্বর মারা গেছেন। এই উদ্যোক্তার নামে বর্তমানে কোম্পানিটির মোট ২ কোটি ২৮ লাখ ০৩ হাজার ৭২০টি শেয়ারের মধ্যে ২ কোটি ০৬ লাখ ৮৩ হাজার ৬৪৭টি শেয়ার তার মনোনীত ড. রেশমী মান্নান সিদ্দিকী এবং ড. গালিব মান্নানের কাছে হস্তান্তর করা হবে। উভয়ই কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার। তারা মনোনয়নের মাধ্যমে যথাক্রমে ৭০ লাখ ৩২ হাজার ৪৪০টি এবং ১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২০৭টি শেয়ার পাবেন।

১৫ জুলাই ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-এম.এল. ডায়িং, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ফাইন ফুডস। আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এম.এল. ডায়িংয়ের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর লেনদেন হয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার।

ফাইন ফুডসের লেনদেন হয়েছে ১ কোটি ৭১ লাখ ২ হাজার টাকার।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৩ লাখ ৯৯ হাজার টাকার এবং কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেডের ৮৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


 

সর্বশেষ