ঢাকায় বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলনে জাপানি বিনিয়োগ পরামর্শক তাকাও হিরোসে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তাঁর ভাষায়, তাঁরা দ্রুত মুনাফার লক্ষ্যে কাজ করা আগ্রাসী বিনিয়োগকারী—যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মুহূর্তে বাংলাদেশ ত্যাগ করবেন। বিনিয়োগকারীদের আহ্বান, সহিংসতা পরিহার করা হোক, কারণ মতপার্থক্যের সমাধান রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সম্ভব। তাঁর এই বক্তব্য নিছক কূটনৈতিক ভাষা নয়; বরং বৈশ্বিক বিনিয়োগ প্রবাহের মনস্তত্ত্বের সরাসরি প্রতিফলন।