অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পটপরিবর্তন আর ছাত্র-জনতার অভ্যুত্থানের উত্তাল সময়ের মধ্যেও দেশের তৈরি পোশাকশিল্পে প্রবাহিত হচ্ছে নতুন বিনিয়োগের ধারাবাহিকতা। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে নতুন সদস্যপদ নিয়েছে ১২৮টি পোশাক কারখানা, যেখানে উৎপাদন পুরোদমে শুরু হলে কর্মসংস্থান হবে ৭৪ হাজার মানুষের। এর পাশাপাশি পুরোনো অনেক কারখানাও সম্প্রসারণে বিনিয়োগ করেছে।