চ্যাম্পিয়ন লিভারপুল, কিন্তু ১১ জন খেলোয়াড়ের গলায় ঝুলবে না পদক?
চার ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ২০তম লিগ শিরোপা ঘরে তোলে ক্লাবটি, যা ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডের সমতাসূচক। উল্লাসে ভাসছে লিভারপুল শিবির, তবে এই আনন্দে ভাটা পড়েছে দলের কিছু খেলোয়াড়ের মনে—কারণ, তাঁরা হয়তো এই জয়ের পদকই পাবেন না।