জীবনে একা সফল হওয়া খুব কঠিন। চাকা যেমন একা ঘুরে না, তেমনি মানুষও অন্যের সহযোগিতা ছাড়া সামনে এগোতে পারে না। এ কারণে ব্যক্তিগত ও পেশাগত সফলতার জন্য শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা খুব জরুরি। তবে অনেকেই নেটওয়ার্কিং বলতে বোঝেন বিব্রতকর আলাপ, অচেনাদের জোর করে হাসি দিয়ে চেনা বা এমন কারও নম্বর নেওয়া যাকে পরে আর ফোনই করা হবে না। কিন্তু বাস্তবতা হলো—নেটওয়ার্ক যত বিস্তৃত হবে, তত বেশি বাড়বে চাকরি, ব্যবসা ও উন্নতির সুযোগ। তাই নিচে দেওয়া হলো এমন সাতটি সহজ কিন্তু কার্যকর উপায়, যা আপনার নেটওয়ার্ক গড়ার যাত্রাকে অনেক সহজ করে দেবে।