বর্তমান জীবনে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে অনেকটাই বসে বসে চলার মতো। দিনের বেশিরভাগ সময় কেটে যায় ডেস্কে, সন্ধ্যায় বাড়ি ফিরে টিভি বা মোবাইলের সামনে, সঙ্গে পছন্দের ফাস্টফুড। শারীরিক পরিশ্রম কম, মানসিক চাপ বেশি—এই দুয়ের মিশ্রণে আমাদের শরীর একসময় বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার কারণে শর্করার প্রতি আসক্তি বাড়ে, যার ফলাফল বাড়তি ওজন।