‘পারসোনাল সুপারইনটেলিজেন্স’ তৈরি করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এই সুবিধা প্রত্যেক ব্যক্তির জন্য স্বতন্ত্রভাবে কাজ করবে বলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এক ভিডিও বার্তায় জাকারবার্গ বলেন, ‘আমরা এমন একটি এআই প্রযুক্তি তৈরি করতে চাই, যা ব্যবহারকারীকে নিজের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তিনি যা তৈরি করতে চান, যে অভিজ্ঞতা নিতে চান, যেভাবে নিজেকে গড়ে তুলতে চান, এই এআই সেভাবেই তার সঙ্গে থাকবে।’