ফেসবুকে স্প্যামি কনটেন্টে কড়াকড়ি: হ্যাশট্যাগ ভরা পোস্টে বন্ধ হবে
ফেসবুকে অতিরিক্ত হ্যাশট্যাগ ও অপ্রাসঙ্গিক ক্যাপশনে ভরা পোস্টের মাধ্যমে আর আয়ের সুযোগ থাকছে না। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, স্প্যাম কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি এক বিবৃতিতে মেটা জানিয়েছে, অ্যালগরিদমকে ধোঁকা দিতে যেসব পোস্টে অপ্রাসঙ্গিক দীর্ঘ ক্যাপশন বা হ্যাশট্যাগের ছড়াছড়ি করা হয়, সেগুলোর মনেটাইজেশন বন্ধ করে কনটেন্ট শুধু ফলোয়ারদের দেখানো হবে।