ইফতারে ফলের শরবত পান করলে যেমন মিটবে তেষ্টা, তেমনি দেহে পুষ্টিও বাড়বে। আর যদি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, তবে বাড়িতেই সহজে তৈরি করা যাবে শরবত, স্মুদি, স্যুপ বা সস—সবই। ব্লেন্ডার এমন একটি ডিভাইস যা কেবল মাত্র শরবত বা মসলাগুঁড়া পেস্ট করতে সাহায্য করে না, বরং জুসার, গ্রাইন্ডার, এবং মিন্সার হিসেবে কাজ করে এবং এইসব ব্যবহারের মাধ্যমে আপনার রান্নাঘরের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।