শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য বার্ষিক ডিভিডেন্ড ঘোষণার উদ্দেশ্যে বোর্ড সভার তারিখ চূড়ান্ত করেছে। কোম্পানিগুলো হলো—রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ইউনিক হোটেল, আনোয়ার গ্যালভেনাইজিং, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, মতিন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, আর্গন ডেনিম এবং জেএমআই হসপিটাল।