২০০৯-১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা এখনো তাজা স্মৃতিতে। হাজারো সাধারণ বিনিয়োগকারীর চোখের জলে ভেসে গিয়েছিল সেই সময়ের শেয়ারবাজার। চিৎকার, কান্না আর বিক্ষোভে প্রকম্পিত হয়েছিল ঢাকার মতিঝিল। ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। প্রয়াত ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত সেই কমিটি কেলেঙ্কারির মূল হোতাদের চিহ্নিত করে। প্রতিবেদন জমা দিলেও, তাতে যাদের নাম ছিল—সালমান এফ রহমান ও লোটাস কামাল—তারা নানান কৌশলে সেই রিপোর্ট স্থগিত রাখতে সক্ষম হন। রিপোর্টটি আর প্রকাশ পায়নি।