৩০ নভেম্বর (রোববার) শেয়ারবাজারে সারাদিন ছিল পতনের চাপ। প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে। মোট ৩৯১টি কোম্পানির মধ্যে যেখানে ৩০৬টির দর কমেছে, সেখানে মাত্র ৫৭টির দর বেড়েছে, বাকি ২৮টি অপরিবর্তিত থেকেছে। এমন নেতিবাচক বাজারেও তালিকাভুক্ত ৪টি কোম্পানি বিনিয়োগকারীদের নাগালের বাইরে ছিল। কারণ, এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না, ফলে শেয়ারগুলো বিক্রেতার সংকটে হল্টেড হয়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।