বাংলাদেশের কারুশিল্প আন্দোলনের অগ্রদূত রুবি গজনবী ছিলেন প্রাকৃতিক রঙের এক নিঃস্বার্থ গবেষক ও উদ্ভাবক। ১৯৭৯ সালে ভারতে একটি ওয়ার্কশপে অংশ নিয়ে প্রাকৃতিক রঙের প্রতি আগ্রহ জন্মে তাঁর। ঢাকায় ফিরে জয়নুল আবেদীন, কামরুল হাসানদের সঙ্গে কাজ করে প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির কাজে মনোনিবেশ করেন। গাছের গুঁড়া, ফুল, পাতা, এমনকি পেঁয়াজের খোসা দিয়েও তিনি রং তৈরির পরীক্ষা-নিরীক্ষা চালান। প্রথমে ১৫টি, পরে UNDP-র অর্থায়নে আরও ১৫টি রং তৈরি করে তিনি পৌঁছান ৩০টি প্রাকৃতিক রঙের সফলতায়।