ঢাকা বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
চরম গরমের সময় অনেকেই অ্যাসিডিটি, পেটফাঁপা, ফুড পয়জনিংসহ নানারকম পেটের সমস্যায় ভোগেন। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই গরমেও পেট ঠান্ডা রাখা এবং সুস্থ থাকা সম্ভব।
স্বাস্থ্য থেকে আরও খবর
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হাকিমপাড়া ক্যাম্প-১৪-এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।
ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে রিভৌগ (ReVouge) ও উজ্জ্বলা ফাউন্ডেশন আয়োজন করেছে মিডিয়া ব্যক্তিত্বদের পোশাক সামগ্রীর তিন দিনব্যাপী প্রদর্শনী। ReVouge ( Wear to Care) একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা করা হয়। তিনব্যাপী এ আয়োজন চলে বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে শনিবার (২২ মার্চ) পর্যন্ত।
চলছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই সময়টিতে দীর্ঘক্ষণ পানাহার থেকে বিরত থাকতে হয়, যার প্রভাব পড়ে শরীর ও ত্বকের ওপর। তাই রমজানে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। কেমন হবে ত্বকের যত্নের রুটিন? চলুন জেনে নেওয়া যাক—
প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ অফার করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।
রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। ১০০টিরও বেশি `জিপি-ক্লিনিক` চালুর পরিকল্পনা করা হয়েছে, যেখানে বিনামূল্যে রোগ পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হবে। সরকারি হাসপাতালের সেবা গ্রহণের আগে রোগীদের এসব ক্লিনিক থেকে চিকিৎসা নিতে হবে। প্রয়োজন হলে এখানকার চিকিৎসকেরা রোগীকে হাসপাতালে পাঠাবেন।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বিনামূল্যে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে আদ্-দ্বীন হাসপাতাল। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ডায়াবেটিস এমন এক রোগ, যা অনেকটা নীরবেই দেহের মারাত্মক ক্ষতি করে ফেলে। অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, দুশ্চিন্ত ও মানসিক চাপের কারণে এখন অল্প বয়সেই অনেকেই এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।
দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে জেলা প্রশাসকদের (ডিসি) স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে অপরাধীদের শায়েস্তা করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
বাংলাদেশে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাবে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। বিশ্বে প্রতিবছর এক কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এসব মৃত্যুর অধিকাংশই স্বাস্থ্যকর খাদ্য নীতির মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাবারে লবণের পরিমাণ কমানো, আঁশযুক্ত খাবার ও শাকসবজি গ্রহণের গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা।
আগামীকাল, ২ ফেব্রুয়ারি, জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ পালিত হতে যাচ্ছে। এবারের প্রতিপাদ্য— “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”। নিরাপদ খাদ্য প্রাপ্তি জনগণের অধিকার হলেও, বাজারে ড্রামের খোলা ভোজ্যতেলের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
শীতকালে ঠান্ডা আবহাওয়ার প্রভাবে অনেকেই দাঁতের সংবেদনশীলতায় ভোগেন। ঠান্ডা বাতাসে বা ঠান্ডা পানীয় গ্রহণের সময় দাঁতে শিরশির অনুভূতি হতে পারে। এটি একটি সাধারণ সমস্যা হলেও দৈনন্দিন জীবনে অসুবিধার কারণ হতে পারে।
করোনাভাইরাসের কথা মনে আছে নিশ্চয়? ২০১৯ সালের শেষের দিকে এই ভাইরাসের উৎপত্তি ঘটে। যা ২০২০ সালের দিকে পুরো পৃথীবিকে স্তব্দ করে দিয়েছিলো। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুপেই প্রদেশের উহান নগরীতে চিহ্নিত করা হয়। চীনা প্রশাসন প্রথমে উহান নগরী ও পরবর্তীতে উহানকে পরিবেষ্টনকারী হুপেই প্রদেশের অন্যান্য নগরীতে জরুরি অবরুদ্ধকরণ জারি করলেও রোগটির বিস্তার বন্ধ করতে ব্যর্থ হয়, এবং এটি দ্রুত চীনের অন্যত্র এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে ২০২০ সালের ১১ই মার্চ তারিখে একটি বৈশ্বিক মহামারী হিসেবে স্বীকৃতি দেয়।
ShareBusiness24
সর্বশেষ
জনপ্রিয়
শিরোনাম: