কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং তা এক আধ্যাত্মিক ও নৈতিক পথনির্দেশ, যার প্রতিটি আয়াত হৃদয়ে সৃষ্টি করে ভক্তি, ভয়, আশা ও অনুশোচনার মিশ্র অনুভূতি। তবে অনারবিভাষীদের জন্য এই মহান গ্রন্থের তাৎপর্য তুলে ধরতে অনুবাদ জরুরি হয়ে পড়ে। এ ক্ষেত্রে প্রশ্ন উঠে—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি এই অনুবাদে শুধু শব্দ নয়, বরং এর অন্তর্নিহিত অনুভূতিও ঠিকভাবে রূপান্তর করতে পারবে?