আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে সৃষ্টি করেছেন সমগ্র মাখলুকাতকে। জিন ও ইনসানকে তৈরি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। (সুরা জারিয়াত, আয়াত: ৫৬) মানুষকে দিয়েছেন দুনিয়ায় খেলাফতের মহান দায়িত্ব। (সুরা বাকারা, আয়াত: ৩০) যারা এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে, তাদের সম্মানিত করা হবে আল্লাহর বন্ধুত্বের মর্যাদায়। (সুরা বাকারা, আয়াত: ২৫৭)