বাংলাদেশের পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এটি যদি স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় পরিচালিত হয়, তাহলে দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। কিন্তু বাস্তবে, পুঁজিবাজার নানা অনিয়ম, দুর্নীতি ও বিনিয়োগ সন্ত্রাসের কবলে পড়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলছে। এই দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণের উত্তম সময়।