লিওনেল মেসির কলকাতা সফরের সময় স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুব ভারতী স্টেডিয়ামে ল্যাপ অব অনার বাতিল হওয়ায় ক্ষুব্ধ ভক্তরা গ্যালারিতে ভাঙচুর চালান ও মাঠে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেসিও দ্রুত মাঠ ছেড়ে যান, এবং প্রদর্শনী ম্যাচ বাতিল করা হয়। এই ঘটনায় কলকাতা পুলিশ আটক করেছে আয়োজকের প্রধান শতদ্রু দত্তকে।
পশ্চিম বঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানান, শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং আয়োজকদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দিতে হবে; না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিজি বলেন, “মেসিকে দেখতে না পাওয়ায় জনসাধারণের ক্ষোভ প্রকাশিত হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
























