ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সঞ্চয়পত্র কেনায় বড় সুখবর: রিটার্ন জমার ঝামেলা কমছে

কেনাকাটা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৮ মে ২০২৫

সঞ্চয়পত্র কেনায় বড় সুখবর: রিটার্ন জমার ঝামেলা কমছে

সীমিত ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য আসছে বড় সুখবর। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র কেনার সময় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) দেখানোর বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব আনা হচ্ছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবারের বাজেট বক্তৃতায় এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। ফলে সঞ্চয়পত্র কিনতে গেলে আর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে না—শুধু কর শনাক্তকরণ নম্বর (TIN) সনদ থাকলেই চলবে।

কেন এই সিদ্ধান্ত?

বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে আগের অর্থবছরের আয়কর রিটার্নের প্রমাণ জমা দিতে হয়। তবে দেশে বিপুলসংখ্যক নারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহিণী ও কম আয়ের মানুষ আছেন, যাদের আয় করযোগ্য নয়। কিন্তু সঞ্চয়পত্রে মুনাফার টাকা দিয়ে সংসার চালান। তাদের অনেকেই শুধু নিয়ম পূরণ করতে গিয়ে শূন্য রিটার্ন জমা দেন, যা সময় ও অর্থের অপচয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেন, যাদের মধ্যে প্রায় ১০ লাখই দেন শূন্য রিটার্ন—শুধু কিছু সেবা পাওয়ার জন্য।

কী সুবিধা মিলবে?

  • রিটার্ন জমার ঝামেলা ছাড়াই সঞ্চয়পত্র কেনা যাবে

  • সীমিত ও মধ্যম আয়ের মানুষ সঞ্চয়ে আগ্রহী হবেন

  • নারী ও বয়স্কদের জন্য সঞ্চয়পত্র কেনা সহজ হবে

  • কর জটিলতা থেকে মুক্তি মিলবে

  • সময় ও খরচ—দুটোই কমবে

কোথায় প্রযোজ্য হবে?

এই ছাড়টি নির্দিষ্ট সীমার মধ্যে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যেমন: ৫ লাখ বা ১০ লাখ টাকার নিচে সঞ্চয়পত্র কিনলে রিটার্ন জমা দেওয়ার দরকার হবে না। তবে বড় অঙ্কের বিনিয়োগে নিয়ম আগের মতোই থাকতে পারে।

কোন ধরনের সঞ্চয়পত্রে সুবিধা মিলবে?

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চার ধরনের সঞ্চয়পত্র—বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র—সবগুলোতেই মিলবে এই ছাড়। বিশেষ করে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগকারী নারীরা এই সুবিধার সবচেয়ে বেশি উপকার পাবেন।

এটি বাস্তবায়ন হলে সঞ্চয়ে আগ্রহ বাড়বে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা আরও শক্ত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন?