ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গ​​​​​​​রমের দিনে আরামদায়ক সঙ্গী: হ্যান্ডফ্যান কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে

কেনাকাটা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৬, ১১ মে ২০২৫

সর্বশেষ

গ​​​​​​​রমের দিনে আরামদায়ক সঙ্গী: হ্যান্ডফ্যান কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে

গ্রীষ্মের তাপমাত্রা যখন ক্রমেই বাড়ছে, তখন গরম থেকে মুক্তি পেতে মানুষের খোঁজ শুরু হয় সহজ সমাধানের। পূর্বে আমরা বেত বা তালপাতার তৈরি হ্যান্ডপাখা ব্যবহার করতাম, কিন্তু এখন বিদ্যুৎ চালিত হাতপাখা বা ইলেকট্রিক হ্যান্ডফ্যানই হয়ে উঠেছে সমাধান। শুধু গরম থেকে মুক্তি নয়, এখনকার হ্যান্ডফ্যান ফ্যাশনের অংশও।

জনপ্রিয়তা বৃদ্ধি ও সুবিধা

ইলেকট্রিক হ্যান্ডফ্যান নতুন প্রযুক্তি নয়, তবে বর্তমানে গরমের তীব্রতায় এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। এই ফ্যানগুলো রিচার্জেবল এবং পোর্টেবল হওয়ায় ব্যবহারকারীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন। একবার চার্জ দিলে দুই থেকে তিন ঘণ্টা অনায়াসে ব্যবহার করা যায়। এছাড়া ল্যাপটপ, পাওয়ার ব্যাংক বা মুঠোফোনের চার্জার দিয়েও এগুলো চার্জ করা সম্ভব।

ডিজাইন ও দাম

বাজারে বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক হ্যান্ডফ্যান পাওয়া যায়। সাইজের দিক থেকে ১০ সেন্টিমিটার থেকে ১০ ইঞ্চি পর্যন্ত ভিন্ন ভিন্ন মাপের ফ্যান পাওয়া যায়। ছোট আকারের হ্যান্ডফ্যান ব্যাগে সহজেই বহন করা যায় এবং রাস্তায় হাঁটতে হাঁটতে বা যানবাহনে ব্যবহার করা সম্ভব। এছাড়া, ডিজাইনের ক্ষেত্রে অনেক বৈচিত্র্য রয়েছে। হালকা রঙের ফ্যান এবং বিভিন্ন বিদেশি কার্টুন চরিত্রের সংস্করণ যেমন মাই মেলোডি, হ্যালো কিটি, সিনামোরোল, মাই সুইট পিয়ানো ইত্যাদি পাওয়া যায়, যা দাম বাড়িয়ে দেয়। এসব ফ্যানের দাম ৯৯৯ টাকা থেকে ১,৯৯৯ টাকা পর্যন্ত হতে পারে।

কোথায় পাওয়া যায়

রাজধানী ঢাকা শহরের বিভিন্ন শপিং মলে যেমন রাজলক্ষ্মী সুপার কমপ্লেক্স, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে বা গ্যাজেট শপে হ্যান্ডফ্যান পাওয়া যায়। এছাড়া, অনলাইনে দারাজ বা অন্যান্য অনলাইন শপ থেকে সহজেই অর্ডার করা যেতে পারে।

এই গরমে হাতের নাগালে ইলেকট্রিক হ্যান্ডফ্যান থাকলে কষ্টের তীব্রতা অনেকটাই কমে যায়, এবং স্টাইলের সঙ্গে আরামও পাওয়া যায়।

সর্বশেষ