
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের পাশের মামা মার্কেট এখন পরিচিত হয়ে উঠেছে এক ব্যতিক্রমী শাড়ির হাট হিসেবে। মাত্র ৪৫০ টাকায় দেশীয় তাঁতের বাহারি শাড়ি মিলছে এখানে। হালকা রঙ, চিকন পাড়, ব্লক প্রিন্ট, ডিজিটাল ডিজাইন আর হাতের কাজ—সব ধরনের শাড়িই পাওয়া যাচ্ছে এই হাটে, যা ক্রেতাদের নজর কাড়ছে সহজেই।
প্রায় এক দশক ধরে বিক্রেতারা এখানে শাড়ি বিক্রি করছেন। কেউ কেউ মানিকগঞ্জ, কেউ আবার টাঙ্গাইল থেকে শাড়ি এনে বিক্রি করছেন। আগে যেখানে শুধু শিক্ষার্থীরা শাড়ির ক্রেতা ছিলেন, এখন বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা আসছেন, এমনকি অনলাইন উদ্যোক্তারাও এখান থেকেই সংগ্রহ করেন তাদের পণ্য।
এই শাড়ির হাট শুরু হয়েছিল একজন তাঁতির হাত ধরে, যিনি তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনকে দেখতে এসে শাড়ি বিক্রি শুরু করেন। সেই ছোট্ট উদ্যোগ এখন রূপ নিয়েছে একটি জমজমাট হাটে। উৎসবের সময় প্রতিদিন বিক্রি হয় ১৫–২০ হাজার টাকার শাড়ি। ঢাকায় একই শাড়ি দ্বিগুণ দামে বিক্রি হলেও এখানে সাশ্রয়ী মূল্যেই কেনা যায় মানসম্মত দেশীয় শাড়ি।
কম খরচে দারুণ ডিজাইনের দেশীয় শাড়ি কিনতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন জাহাঙ্গীরনগরের এই প্রাণবন্ত শাড়ির হাট থেকে।