ঢাকা   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জুতা কিনতে যাচ্ছেন? ভুলগুলো যেন না হয়!

কেনাকাটা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ২ মে ২০২৫

জুতা কিনতে যাচ্ছেন? ভুলগুলো যেন না হয়!

নতুন জুতা কিনতে গেলে পছন্দ, আরাম আর মানের মধ্যে ভারসাম্য রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। হাজারো ডিজাইনের ভিড়ে একটি উপযুক্ত জুতা বেছে নিতে গিয়ে অনেকেই পড়ে যান বিপাকে। শুধু ফ্যাশনের জন্য নয়, জুতা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে হতে পারে স্মার্ট শপিং।

প্রথমেই মনে রাখতে হবে, বয়স ও ওজন পরিবর্তনের সঙ্গে পায়ের মাপও বদলে যেতে পারে। তাই আগের অভ্যাস অনুযায়ী মাপ না নিয়ে হালনাগাদ মাপ দেখে জুতা কেনাই সবচেয়ে ভালো। বিশেষ করে যেহেতু অনেকেরই একটি পা অন্যটির চেয়ে একটু বড় হয়, তাই বড় পায়ের মাপ অনুযায়ী জুতা কিনে নিন।

আরাম বা স্বাস্থ্য–দুই বিবেচনায়ই নিয়মিত হিল পরা মোটেও ভালো নয়। স্বল্প সময় পরলেও হিল পায়ের গঠন ও মেরুদণ্ডের ক্ষতি করতে পারে। তাই হিলের সঙ্গে ফ্ল্যাট স্যান্ডেল রাখুন, যাতে প্রয়োজনে বদলে নেওয়া যায়।

ভালো চামড়ার জুতা চেনার কিছু সহজ উপায়ও আছে। চাপ দিলে ভাঁজ পড়া, নরম ইনার সোল, প্রকৃত চামড়ার ঘ্রাণ এবং পরিষ্কার, মজবুত সেলাই—এসব দেখেই বুঝবেন জুতাটি টেকসই হবে কি না। ইনার সোল যদি আসল চামড়ার হয়, তা শুধু আরামদায়কই নয়, দুর্গন্ধও কমাবে।

এ ছাড়া, জুতায় প্লাস্টিকের প্রলেপ বা রাসায়নিক ঘ্রাণ থাকলে বুঝবেন সেটা খাঁটি চামড়ার নয়। ভালো মানের জুতায় তলার অংশ সেলাই করা থাকবে, শুধু আঠা দিয়ে লাগানো নয়।

তাই জুতা কেনার সময় কেবল বাহ্যিক রূপ নয়, ভেতরের গুণাগুণও যাচাই করে তবেই পছন্দ করুন আপনার পায়ের সঙ্গীটি। স্মার্ট শপিং মানে কিন্তু শুধু ট্রেন্ড নয়, স্বাস্থ্য আর টেকসই বিনিয়োগও।