
ঈদের আনন্দ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়—প্রকাশ পায় ব্যক্তিত্ব, রুচি আর স্বাচ্ছন্দ্যের ছোঁয়াতেও। সেই ভাবনাকে কেন্দ্র করেই জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ এবারের ঈদ-উল-আযহায় নিয়ে এসেছে এক বিশেষ থিম—‘রুটস অফ এলিগ্যান্স’।
এই কালেকশনে ফুটে উঠেছে আরামদায়ক ফেব্রিক, নান্দনিক নকশা ও ট্রেন্ডি রঙের এক অনন্য সমন্বয়। স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন, কারচুপি, এমব্রয়ডারি এবং অল-ওভার প্রিন্টে সাজানো হয়েছে পোশাকগুলো। পাশাপাশি মোটিফ ও প্যাটার্নে রাখা হয়েছে উৎসবের ছোঁয়া—এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, জিওমেট্রিক ডিজাইন ও নিখুঁত হাতের কাজ নজর কাড়ার মতো। পোশাকে ব্যবহৃত ফেব্রিকগুলোও বেশ বৈচিত্র্যময়—জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ডেনিম, নিট, ক্রেপ জর্জেট থেকে শুরু করে জ্যাকার্ড কটন পর্যন্ত।
নারীদের জন্য রয়েছে আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ-লাইন, সিমেট্রিক ও এসিমেট্রিক ডিজাইনের পোশাক। পুরুষদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ফরমাল-স্যাটারডে শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ডেনিম, চিনো, কার্গো প্যান্ট এবং ট্র্যাডিশনাল কোটি-পায়জামার সমাহার।
শিশুদের জন্যও রয়েছে আকর্ষণীয় আয়োজন—মেয়ে শিশুদের জন্য টি-শার্ট, ফ্রক, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট-প্যান্ট সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি থেকে শুরু করে পলো শার্ট পর্যন্ত।
এবারের অন্যতম বিশেষ আকর্ষণ হলো ফ্যামিলি মেচিং কালেকশন—যেখানে বাবা-ছেলে এবং মা-মেয়ের জন্য একই থিমে তৈরি পোশাকের সংকলন রয়েছে। একই সঙ্গে কাপলদের জন্যও থাকছে ম্যাচিং পোশাকের দারুণ আয়োজন।
মূল্যসীমাও রাখা হয়েছে সবার নাগালের মধ্যে—মাত্র ২৫০ টাকা থেকে শুরু করে ১২,৯৯০ টাকার মধ্যে পাওয়া যাবে এসব ঈদ পোশাক। মান ও ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে।
পোশাক কিনতে সরাসরি আউটলেটে গেলে যেমন পাওয়া যাবে, তেমনি দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করা যাবে অনলাইনে। সারা’র নিজস্ব ওয়েবসাইট saralifestyle.com, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং Google Play Store-এ থাকা অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কেনাকাটার সুবিধা নিচ্ছেন হাজারো ক্রেতা।