ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাশ্রয়ে স্বস্তি, তবে সতর্ক থাকুন: সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে যা জানতে হবে

কেনাকাটা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৯ মে ২০২৫

সাশ্রয়ে স্বস্তি, তবে সতর্ক থাকুন: সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে যা জানতে হবে

চলমান তীব্র গরমে এসি এখন বিলাস নয়, বরং প্রয়োজন। তবে নতুন এসির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় অনেকেই মুখ ফিরিয়েছেন সেকেন্ড হ্যান্ড এসির দিকে। রাজধানীর মিরপুর, বারিধারাসহ বিভিন্ন এলাকায় পুরোনো এসি মেরামত করে ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কম দামে এসি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না রাখলে লাভের বদলে লোকসান হতে পারে।

একটি ভালো মানের এসি সাধারণত বিদ্যুৎ সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য হয়। কিন্তু সেকেন্ড হ্যান্ড এসি অনেক সময়ই ওয়ারেন্টি ছাড়া, বেশি বিদ্যুৎ খরচকারী কিংবা গোপন ত্রুটি-সম্বলিত হতে পারে। তাই কিছু সতর্কতা মেনে চললে আপনি প্রতারিত না হয়ে একটি কার্যকর এসি কিনতে পারবেন।

প্রথমত, যেকোনো পুরোনো এসি কেনার আগে নিশ্চিত হোন সেটি স্বনামধন্য কোনো ব্র্যান্ডের কি না। যাচাই করে নিন কাগজপত্র ও মেরামতের ইতিহাস। বিক্রেতার কাছ থেকে জেনে নিন কোনো ধরনের সেবা বা ওয়ারেন্টি দেওয়া হচ্ছে কি না।

দ্বিতীয়ত, এসির ফিল্টার স্ট্যাটাস দেখে নিন। খুব বেশি সময় ব্যবহৃত বা নষ্ট ফিল্টারযুক্ত এসি কিনলে পরে অসুবিধায় পড়তে পারেন।

তৃতীয়ত, গ্যাসের মাত্রা পরীক্ষা করা খুবই জরুরি। গ্যাস কম থাকলে এসির পারফরম্যান্সে প্রভাব পড়ে, আবার গ্যাস লিক হলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।

চতুর্থত, ইনভার্টার প্রযুক্তি-সংবলিত এসি বেছে নিন। এতে ঘর ঠান্ডা হলে কম্প্রেসর নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।

পঞ্চমত, এসির স্টার রেটিং অবশ্যই দেখে নিন। রেটিং যত বেশি, বিদ্যুৎ খরচ তত কম হবে।

সবশেষে, ঘরের আয়তনের সঙ্গে মিলিয়ে এসির টন (capacity) নির্বাচন করুন। বড় ঘরে ছোট টনের এসি কার্যকর নয়, আবার ছোট ঘরে বেশি টনের এসিও বিদ্যুৎ অপচয় ঘটায়।

সবদিক বিবেচনায়, সেকেন্ড হ্যান্ড এসি হতে পারে স্বল্প বাজেটের মধ্যে গরম থেকে মুক্তির একটি সমাধান—তবে সচেতন সিদ্ধান্ত না নিলে তা হয়ে উঠতে পারে ভোগান্তির কারণ।