ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ব্রান্ডবাজারের টিভিতে সর্বোচ্চ ৬০% ছাড়

কেনাকাটা

প্রকাশিত: ১৬:২৩, ১৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:২৫, ১৭ জানুয়ারি ২০২১

ব্রান্ডবাজারের টিভিতে সর্বোচ্চ ৬০% ছাড়

সুপার ডুপার অফার সর্বোচ্চ 60% ডিসকাউন্ট। বছরের শুরুতেই ব্রান্ডবাজার Android smart Tv, Led Tv, 4k Tv Oled Tv তে দিচ্ছে বিরাট ডিসকাউন্ট অফার । অফারটি দেখতে এই লিংকে ক্লিক করুন । সাথে থাকছে EMI সুবিধা ফ্রি ডেলিভারি সিস্টেম এবং 100% অরজিনাল প্রডাক্টের নিশ্চয়তা।
 
ব্রান্ড গুলো হলো SonySumsungEpsoonMi এই অফারটি সর্ম্পকে ব্রান্ড বাজারের ম্যানেজার (সেলস) মিজানুর রহমান বলেন, ব্রান্ডবাজার র্দীঘ ৭ বছর ধরে অনলাইনে ইলেক্ট্রনিক্স প্রডাক্ট বিক্রি করে আসছে| আমরা সবসমই মান সম্পন্ন পণ্য এবং সাথে ভোক্তাদের সুষ্ঠ সেবা প্রদানের মাধ্যেমে অনলাইন জগতে ব্রান্ডবাজার একটি আলাদা সম্মান অর্জ্ন করেছে তারই ধারাবাহিকতায় ইন্সট্যান্ট ডেলিভারি সার্ভিস আমরা নিশ্চিত করেছি| আমাদের কাছে ক্রয়ক্রিত যেকোন পন্যের সার্ভিসের জন্য এই ইমেইল [email protected]. এ আপনার ওয়ারেন্টি র্কাডটি পাঠিয়ে দিন | আমরা দ্রুততম সময়ে আপনার সার্ভিস নিশ্চিত করব। মনে রাখবেন ব্রান্ডবাজারই সবচেয়ে কমদামে ওয়ারেন্টিসহ পণ্যে বাজারে বিক্রি করে থাকে।
  • সংবাদ বিজ্ঞপ্তি
     

শেয়ার বিজনেস24.কম