ঢাকা   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ওজন কমাতে লেবু-মধুর পানি কতটা কার্যকর?

ওজন কমাতে লেবু-মধুর পানি কতটা কার্যকর?

ওজন নিয়ন্ত্রণে না রাখলে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক সমস্যা। ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হার্টের রোগ পর্যন্ত। তাই সুস্থ থাকতে ওজন স্বাভাবিক রাখা খুবই জরুরি। এই কারণেই অনেকে ব্যায়াম করেন, কেউ নিয়ম মেনে খাদ্যাভাস অনুসরণ করেন।

অনেকের দিনের শুরু হয় সকালে খালি পেটে গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস দিয়ে।
বিশেষজ্ঞদের মতে, শুধু লেবু-মধুর পানি খেলে ওজন কমে। এই ধারণা পুরোপুরি ভুল। ওজন কমাতে হলে প্রয়োজন ক্যালরি ঘাটতি।

অর্থাৎ যতটা খাচ্ছেন, তার চেয়ে বেশি ক্যালরি খরচ করতে হবে। সেটা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে। যদি সঠিক ডায়েট ও ব্যায়াম না করা হয়, তাহলে শুধু লেবু-পানি খেলেই এক ফোঁটাও মেদ গলবে না।
লেবু-মধুর উপকারিতা
তা বলে লেবু-মধুর পানি পুরোপুরি অকাজের নয়।লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বককে করে উজ্জ্বল। মধু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট গুণে ভরপুর, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত গরম পানিতে লেবু মেশালে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। তেমনই, গরম পানিতে মধু মেশালেও তার উপকারিতা কমে যায়।
তাই পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, লেবু পানি খেতে হলে সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন।

মধু মেশাতে চাইলে হালকা গরম পানি ব্যবহার করাই ভালো। সকালে লেবু-মধুর পানি খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে ঠিকই, তবে শুধু এটুকু করলেই ওজন কমবে—এমন আশা না করাই ভালো। ওজন কমাতে চাইলে প্রয়োজন সঠিক খাবার, ব্যায়াম ও নিয়মিত রুটিন।
সূত্র : আজকাল