ঢাকা   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বর্ষায় দেয়ালের স্যাঁতসেঁতে ভাব দূর করুন ঘরোয়া উপায়ে

জীবনযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৪৭, ৯ জুলাই ২০২৫

সর্বশেষ

বর্ষায় দেয়ালের স্যাঁতসেঁতে ভাব দূর করুন ঘরোয়া উপায়ে

বর্ষাকাল এলে অনেক বাড়ির মালিকের কপালেই চিন্তার ভাঁজ পড়ে। কারণ, সুন্দর করে সাজানো দেয়ালের দিকে তাকানো যায় না। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় দেয়ালের চেহারা। ঘরের দেয়ালে জোরালো হয় ড্যাম্প। কিন্তু কী এই ড্যাম্প? বর্ষাকাল এলেই কেন এটা বেড়ে যায়? ঘরের দেয়ালকে সুন্দর ও মানানসই রাখতে কীভাবে প্রতিরোধ করা যায় ড্যাম্প?

যত সমস্যা
বর্ষাকাল এলেই দেখা যায়, দেয়ালের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ছে। অনেক সময় কালচে দাগ পড়ে, রং চটে যায়। ঘরের পুরো সৌন্দর্য নষ্ট করে দেয় দেয়ালের স্যাঁতসেঁতে ভাব। এর পেছনে মূল কারণ দেয়াল ভিজে ওঠা। বিশেষ করে ঘরের বাইরের দেয়াল, যে দেয়ালে নিয়মিত বৃষ্টির পানি লাগে, সেসব দেয়ালে বেশি ড্যাম্প দেখা যায়। শুধু তা–ই নয়, বাথরুমের পাশের দেয়াল বা যে দেয়াল নিয়মিত পানির সংস্পর্শে থাকে, সেই দেয়ালেই এমন স্যাঁতসেঁতে ভাব দেখা যায়। অনেকে এই স্যাঁতসেঁতে ভাবকে বলেন নোনা ধরা। কিন্তু এই নোনা ধরা বা ড্যাম্প ভাব থেকে মুক্তির উপায় কী?

যেসব ঘরে আলো–বাতাস প্রবেশের ব্যবস্থা কম, সেসব দেয়ালেও ড্যাম্প দেখা যায়। কারণ, বৃষ্টির পানিতে যখন দেয়ালের বাইরে অংশ ভিজে যায়, তখন সেই পানি শোষণ করতে ঘরের ভেতর বাতাস প্রবেশ করা অতীব জরুরি। তবে ঘরের দেয়ালকে স্যাঁতসেঁতে ভাব থেকে প্রতিরোধ করতে সবার আগে প্রয়োজন দেয়াল শনাক্ত করা।

কী করবেন
মলিন দেয়াল ঠিক করতে সবচেয়ে ভালো উপায় হলো, এক্সপার্টের সাহায্য নেওয়া। অনেক প্রতিষ্ঠান আছে যারা নিয়মিত দেয়ালের এসব কাজই করে। বাজারে এখন ভালো ব্র্যান্ডের রং পাওয়া যায়, যেগুলো দেয়ালে ড্যাম্প পড়ার বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করে। রঙের প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের অভিজ্ঞ টিমের কাছ থেকে সমাধান পেতে পারেন।

কিছু ঘরোয়া উপায়ও কাজে লাগিয়ে দেখতে পারেন। ঘরের দেয়াল থেকে স্যাঁতসেঁতে ভাব দূর করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে রসুন ও তেঁতুল। আধা কেজি তেঁতুলের সঙ্গে ২৫০ গ্রাম রসুন ভালোভাবে ব্লেন্ড করে ১২ ঘণ্টা রেখে দিন। ব্রাশ দিয়ে ঘষে দেয়াল থেকে অবাঞ্চিত ময়লা দূর করুন। এরপর পরিষ্কার তারের ব্রাশ দিয়ে তেঁতুল ও রসুনের মিশ্রণটা দেয়ালে লাগিয়ে দিন। এক দিন পর দেয়াল শুকিয়ে এলে আবার রং করে নিলেই উজ্জ্বল হয়ে উঠবে।

এ ছাড়া উলটো দিকে পানির উৎস আছে এমন দেয়াল, যেমন বাথরুমের পাশে দেয়ালে টাইলস বা প্লাস্টিক উড লাগিয়ে নেওয়া ভালো। এতে করে ড্যাম্প সহজে চোখে পড়বে না।

ড্যাম্পযুক্ত দেয়ালে জিপসাম প্লাস্টার ব্যবহার করা যেতে পারে, ছত্রাক বাসা বাঁধলে দিতে পারেন সাদা ভিনেগার।

অনেক সময় এসব ব্যবস্থা নিয়েও ড্যাম্প প্রতিরোধ করা যায় না। তখন দেখতে হবে যে দেয়ালের ভেতর পানির লাইন ঠিক আছে কি না। পাইপ থেকে পানি লিক হলে পাইপ মেরামত করা ছাড়া স্যাঁতসেঁতে ভাব ঠিক করা যাবে না। এ ছাড়া যে ঘরে স্যাঁতসেঁতে ভাবের দেখা মেলে, চেষ্টা করবেন সেই দেয়াল খোলামেলা রাখার। ঘর আলো–বাতাস চলাচলের উপযোগী করুন।


 

সর্বশেষ