ঢাকা   মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

শেয়ারবাজারে একসাথে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে একসাথে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) শেষ হওয়া অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। প্রান্তিক প্রতিবেদনে কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয়, ক্যাশফ্লো ও এনএভিপিএস উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

১) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

শেয়ার প্রতি আয় (EPS): ৯৪ পয়সা (আগের বছর ১ টাকা ১২ পয়সা)

২ প্রান্তিকে EPS: ২ টাকা ৩০ পয়সা (আগের বছর ১ টাকা ৫৬ পয়সা)

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ৯২ পয়সা (আগের বছর ৩ টাকা ৬৭ পয়সা)

NAVPS: ৯৪ টাকা ৪৩ পয়সা

২) আনোয়ার গালভানাইজিং

শেয়ার প্রতি আয়: ১৬ পয়সা (আগের বছর ৯৩ পয়সা লোকসান)

২ প্রান্তিকে EPS: ৩ টাকা ২ পয়সা (আগের বছর ১ টাকা ৮১ পয়সা লোকসান)

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ৩১ পয়সা (আগের বছর -১ টাকা ২২ পয়সা)

NAVPS: ৪ টাকা ৪০ পয়সা

৩) সিভিও পেট্রোকেমিক্যাল

শেয়ার প্রতি আয়: ২ টাকা ২৩ পয়সা (আগের বছর ৮৮ পয়সা)

২ প্রান্তিকে EPS: ৩ টাকা ৯৬ পয়সা (আগের বছর ১ টাকা ৭২ পয়সা)

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ২ টাকা ৭৪ পয়সা (আগের বছর ১ টাকা ৮৩ পয়সা)

NAVPS: ৩০ টাকা ৭৮ পয়সা

৪) ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড

শেয়ার প্রতি আয়: ৩ টাকা ৮৫ পয়সা (আগের বছর ১১ টাকা ৪৬ পয়সা)

২ প্রান্তিকে EPS: ১৯ টাকা ৫৩ পয়সা (আগের বছর ১৭ টাকা ৫৯ পয়সা)

NAVPS: ২২৮ টাকা ৮৯ পয়সা

৫) ডেল্টা স্পিনার্স

শেয়ার প্রতি আয়: ৩ পয়সা (আগের বছর ৫ পয়সা লোকসান)

২ প্রান্তিকে EPS: ২ পয়সা (আগের বছর ১২ পয়সা লোকসান)

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ১৮ পয়সা (আগের বছর ১ পয়সা)

NAVPS: ১২ টাকা ১৪ পয়সা

৬) এপেক্স ফুটওয়্যার

শেয়ার প্রতি আয়: ২ টাকা ৭২ পয়সা (আগের বছর ১ টাকা ৬৩ পয়সা)

২ প্রান্তিকে EPS: ৩ টাকা ৯৯ পয়সা (আগের বছর ৩ টাকা ৭ পয়সা)

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ৯১ টাকা ৮৬ পয়সা (আগের বছর ৫৭ টাকা ৭ পয়সা)

NAVPS: ৩৫১ টাকা ৩৪ পয়সা

৭) ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি

শেয়ার প্রতি আয়: ৮ টাকা ২০ পয়সা (আগের বছর ৬ টাকা ৭৫ পয়সা)

২ প্রান্তিকে EPS: ১৫ টাকা ২৭ পয়সা (আগের বছর ৯ টাকা ৪৭ পয়সা)

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ২৪ টাকা ৫৮ পয়সা (আগের বছর ১৭ টাকা ২৫ পয়সা)

NAVPS: ১৩৪ টাকা ৪১ পয়সা