facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

লালপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৪


২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০২:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


লালপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৪

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের উত্তর লালপুর নামক স্থানে মিনি ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চার ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার যাত্রী। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুর থেকে সাত জন যাত্রী নিয়ে একটি চার্জার ভ্যান ঈশ্বরদী যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা মিনি ট্রাকের (ঢাকা মেট্রো- ১৮-৮২০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক আমিরুল (৪৫), জিল্লুর (৫২), জহুরুল (৫২) ও অজ্ঞাত নামা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত আমিরুল উত্তর লালপুর গ্রামের মৃত তারি প্রামানিকের ছেলে, জিল্লুর সিরাজগঞ্জ সদরের মৃত জয়নুল ইসলামের ছেলে, বাচ্চু সিরাজগঞ্জ সদরের জুগিয়াপাড়ার বাচ্চু আলীর ছেলে। অপর জনের পরিচয় মেলেনি।
 
আহতদের দক্ষিণ লালপুর গ্রামের আক্তার আলীর ছেলে রাবিকে (২২) লালপুর হাসপাতালে এবং অপর চার জনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ