
চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় খাতা মূল্যায়নে কঠোর গোপনীয়তা রক্ষার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার খাতা কেবলমাত্র নির্ধারিত পরীক্ষক দ্বারা মূল্যায়নযোগ্য—এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো শিক্ষক শিক্ষার্থী, পরিবার বা অন্য কাউকে দিয়ে খাতা মূল্যায়ন করান, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড থেকে গতকাল সোমবার পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ‘উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কেউ মূল্যায়ন করলে সেটা ১৯৮০ সালের পরীক্ষা পরিচালনা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।’
চিঠিতে আরও বলা হয়, পরীক্ষার খাতা একটি পবিত্র আমানত, যার সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও বিশ্বাস জড়িয়ে আছে। তাই খাতা যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্দেশনা পৌঁছে গেছে বলেও নিশ্চিত করেছে বোর্ড।
এ ধরনের নির্দেশনা পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।