
জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রি নিয়ে চূড়ান্ত সময়সীমার মধ্যেও কোনো চুক্তি না হলে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ জুনের সময়সীমা আবারও বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ফ্লোরিডার মার-আ-লাগোতে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই চুক্তিটা সম্পন্ন হোক।” তিনি টিকটককে একটি “আকর্ষণীয় ও সুরক্ষিত” অ্যাপ বলেও উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। মার্কিন কংগ্রেস আগে জানিয়ে দেয়, টিকটকের মূল কোম্পানি, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৯ জানুয়ারির মধ্যে অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশ বিক্রি করতে হবে, নইলে নিষিদ্ধ করা হবে। ট্রাম্প ক্ষমতায় এসে প্রথমে সময়সীমা বাড়িয়ে এপ্রিল করেন, পরে তা ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়।
এদিকে, টিকটকের মার্কিন কার্যক্রমকে একটি সম্পূর্ণ নতুন, দেশীয় মালিকানাধীন কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনা চললেও চীনের আপত্তিতে তা থমকে গেছে। কারণ ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করায়, চীন সেই চুক্তিতে অনীহা দেখায়। ট্রাম্প আবারও জানিয়ে দিয়েছেন, তিনি এখনই শুল্ক কমানোর পক্ষে নন।
ডেমোক্রেট সিনেটররা বলছেন, ট্রাম্পের সময়সীমা বাড়ানোর ক্ষমতা নিয়ে আইনি জটিলতা রয়েছে এবং পূর্বের চুক্তির খসড়া যথাযথ আইনি মানদণ্ড পূরণ করেনি। তবে বাইটড্যান্সের মার্কিন বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আলোচনা এখনও চলছে, এবং চূড়ান্ত চুক্তির জন্য যুক্তরাষ্ট্র-চীন শুল্ক বিরোধের সমাধান প্রয়োজন।