ঢাকা   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বাবাকে হারিয়েও হার মানেনি মাইনুল — জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাল ছাত্রশিবির

বাবাকে হারিয়েও হার মানেনি মাইনুল — জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাল ছাত্রশিবির

কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার প্রত্যন্ত গ্রাম দোলাটারীর শিক্ষার্থী মইনুল হক কঠিন বাস্তবতার মাঝেও থেমে থাকেননি। নানা প্রতিকূলতা ও অভাব-অনটনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি। তবে ভর্তি কার্যক্রম শুরুর দিনই মৃত্যু হয় তার দীর্ঘদিনের অসুস্থ বাবার। এমন কঠিন সময়েই অর্থাভাবে থমকে যায় তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন।

এই সংকটময় মুহূর্তে মইনুলের পাশে দাঁড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনটি ভর্তি ফি পরিশোধ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তাকে ভর্তি করায়। মইনুল জানান, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন তার পাশে এসে দাঁড়িয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি বলেন, “আজ ছাত্রশিবির আমার ভর্তি ফি পরিশোধ করেছে। অন্যান্য সংগঠনও নিয়মিত যোগাযোগ রাখছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

জবি ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম জানান, মইনুলের বিষয়টি জানার পর সংগঠনটি দ্রুত যোগাযোগ করে তাকে ঢাকায় এনে ভর্তি সম্পন্ন করে দেয়। ভবিষ্যতে প্রয়োজনে তার আবাসনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। রিয়াজুল আরও বলেন, “আমরা চাই না অর্থের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক। প্রতিবছর অনেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে থাকি, তবে তা প্রচারের জন্য নয়—শুধু শিক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবেই।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমে “আর্থিক অভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে মইনুলের প্রতি সহানুভূতির ঢল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন ছাত্রসংগঠন ও ব্যক্তি তাকে সহায়তার জন্য এগিয়ে আসে।