ঢাকা   শনিবার ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যবসায় এগিয়ে অ্যাপেক্স, কিন্তু মুনাফায় অনেক পিছিয়ে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ৯ জুন ২০২৫

ব্যবসায় এগিয়ে অ্যাপেক্স, কিন্তু মুনাফায় অনেক পিছিয়ে

দেশীয় কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার চলতি বছরের প্রথম তিন মাসে বহুজাতিক প্রতিষ্ঠান বাটা শু’র চেয়ে ৫১ শতাংশ বেশি ব্যবসা করেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপেক্সের আয় ৫৪০ কোটি টাকা, যেখানে বাটার আয় ৩৫৮ কোটি টাকা। তবে আয়ের তুলনায় মুনাফায় পুরোপুরি উল্টো চিত্র—বাটা শু করেছে ৩৭ কোটি টাকা লাভ, আর অ্যাপেক্সের মুনাফা মাত্র ৯৭ লাখ টাকা।

মূলত উৎপাদন খরচ বেশি হওয়ায় ভালো আয় করেও মুনাফায় পিছিয়ে পড়েছে অ্যাপেক্স। এই প্রান্তিকে অ্যাপেক্সকে ৫৪০ কোটি টাকার আয়ের জন্য উৎপাদনে ব্যয় করতে হয়েছে ৪১৪ কোটি টাকা—যা আয়ের ৭৭ শতাংশ। অন্যদিকে, বাটার ৩৫৮ কোটি টাকার আয়ের বিপরীতে খরচ হয়েছে ১৯৫ কোটি টাকা, অর্থাৎ ৫৪ শতাংশ। ফলে প্রতি ১০০ টাকার আয়ের বিপরীতে অ্যাপেক্সের উৎপাদন খরচ যেখানে ৭৭ টাকা, বাটার খরচ সেখানে ৫৪ টাকা।

এ ছাড়া ব্যাংকঋণের সুদের ক্ষেত্রেও রয়েছে বড় পার্থক্য। অ্যাপেক্স যেখানে সুদ দিয়েছে প্রায় ১৫ কোটি টাকা, বাটার সুদ ব্যয় মাত্র ৬ কোটি। সব মিলিয়ে উৎপাদন ও আর্থিক খরচ নিয়ন্ত্রণে রাখতে না পারায় অ্যাপেক্স ব্যবসায় এগিয়ে থেকেও মুনাফায় অনেকটা পিছিয়ে রয়েছে।

অ্যাপেক্স ফুটওয়্যারের এএমডি দিলীপ কাজুরি বলেন, “আমাদের উৎপাদন নিজস্ব কারখানায় হয় এবং কর্মীরাও আমাদের নিজস্ব। অন্যদিকে, বাটা অনেকখানি আউটসোর্সিং নির্ভর। আমরা পণ্যের গুণগত মানের সঙ্গে আপস করি না। মূল্যবৃদ্ধি কম হলেও কাঁচামালের দাম বেড়েছে, ফলে খরচ বেড়েছে।”

পুরো বছরের হিসাবেও একই চিত্র দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে অ্যাপেক্সের আয় ছিল ১,৪৯৮ কোটি টাকা ও মুনাফা ১৮ কোটি, যেখানে বাটা ২০২৩ সালে ৯৮৮ কোটি টাকার ব্যবসা করে ৪০ কোটি টাকা লাভ করেছে।

বাটা জানায়, ঈদে চাহিদা বেড়েছিল, উৎপাদন সক্ষমতা ছিল সর্বোচ্চ, আর কাঁচামাল সংগ্রহে দর-কষাকষি করে খরচ কমানো গেছে। এ ছাড়া কোম্পানিটি জানিয়েছে, তারা টানা সাত বছর সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পাচ্ছে এবং ২০২৪ সালে সরকারকে ২৮১ কোটি টাকার বেশি কর পরিশোধ করেছে।