জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক সভার পর সাংবাদিকদের তিনি জানান, প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে কমিশনার বলেন, প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি জানান, হামলার ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনার জন্য তৎপরতা চলছে। তবে তদন্তের স্বার্থে তৎক্ষণাৎ শনাক্তকারীর নাম প্রকাশ করা হয়নি।
গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদির ওপর গুলির ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে। ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেছেন, হত্যাচেষ্টায় জড়িত সকলকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে।
























