বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের স্মরণে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪:৪৬ মিনিটে তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তাদের হত্যার মাধ্যমে দেশের মেধাশক্তি ধ্বংস করার চেষ্টা হয়েছিল। তবে তাদের রেখে যাওয়া জ্ঞান, বিজ্ঞান, মুক্ত চিন্তা ও সম্প্রীতির চেতনা আজও জাতিকে প্রগতিশীল ও আধুনিক রাষ্ট্র গড়ার প্রেরণা জোগাচ্ছে।
তারেক রহমান দেশের জনগণকে আহ্বান জানান, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে। তিনি শহীদদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
























