ঢাকা   শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

জনসন বেবি পাউডারে ক্যান্সার: আদালত ৪ কোটি ডলার জরিমানা

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:০২, ১৩ ডিসেম্বর ২০২৫

জনসন বেবি পাউডারে ক্যান্সার: আদালত ৪ কোটি ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত জনসন অ্যান্ড জনসনকে বেবি পাউডারের ব্যবহারজনিত ডিম্বাশয়ের ক্যান্সারের জন্য ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। অভিযোগকারীদের মধ্যে মনিকা কেন্ট ১ কোটি ৮০ লাখ ডলার এবং ডেবোরা শুল্টজ ও তার স্বামী ২ কোটি ২০ লাখ ডলার পাবেন। আদালতের নথি অনুযায়ী, তারা প্রায় ৪০ বছর ধরে নিয়মিত এই পাউডার ব্যবহার করেছেন।

বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ১৯৬০-এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসন জানত যে পণ্যটি ঝুঁকিপূর্ণ, কিন্তু ভোক্তাদের সতর্ক করেনি। অন্যদিকে, কোম্পানির আইনজীবী বলেছেন, এর সঙ্গে ক্যান্সারের কোনও প্রমাণ নেই।

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বর্তমানে ৬৭ হাজারেরও বেশি মামলা রয়েছে। যদিও কোম্পানি বারবার দাবি করেছে, তাদের পণ্য নিরাপদ এবং এতে অ্যাসবেস্টস নেই, তবুও ২০২০ সালে তারা ট্যাল্কভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চ-ভিত্তিক বিকল্প চালু করেছে। আদালত মামলার রায়ে অভিযোগকারীদের পক্ষেই জারি হওয়ায় জনসন আপিল করবে।