ঢাকা   শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

চার হত্যা মামলায় জামিন পেলেন সাজ্জাদ-তামান্না

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ ডিসেম্বর ২০২৫

চার হত্যা মামলায় জামিন পেলেন সাজ্জাদ-তামান্না

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন তামান্না চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন আদেশ হাইকোর্টে দেওয়া হয়েছিল গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে, যা চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।

বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি জানান, জামিন পাওয়ার পরও তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি মিলছে না। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি, এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে।

চারটি হত্যাকাণ্ডের মধ্যে তিনটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা। সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাদের গ্রেপ্তার দেখান, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেন।

পুলিশ জানিয়েছে, সাজ্জাদের কারাগারে থাকার পরও তার সন্ত্রাসী বাহিনী তৎপর। অন্তত অর্ধশত সদস্য খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত, এবং বাহিনীর নেতৃত্ব এখন মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান উদ্দিন কাদের ও নাজিমের হাতে রয়েছে। গত ৫ নভেম্বর বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগের সময় এলাকার একটি গলিতে গুলির ঘটনা ঘটে, যেখানে পাঁচজন গুলিবিদ্ধ হন এবং এক সন্ত্রাসী নিহত হন।