ঢাকা   শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

সপ্তাহের দরবৃদ্ধিতে শীর্ষে জিলবাংলা সুগার মিলস, টপ–১০ তালিকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ১৩ ডিসেম্বর ২০২৫

সপ্তাহের দরবৃদ্ধিতে শীর্ষে জিলবাংলা সুগার মিলস, টপ–১০ তালিকা

বিদায়ী সপ্তাহে (৭–১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। সাপ্তাহিক বাজার তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ৯০ শতাংশ। আগের সপ্তাহে ১৩২ টাকা ১০ পয়সা দরে ক্লোজ করা শেয়ারটি সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়।

দরবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহে যেখানে ক্লোজিং দর ছিল ২ টাকা ৪০ পয়সা, সেখানে সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়।

তৃতীয় স্থানে থাকা হোটেল সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ। আগের সপ্তাহে ২৫ টাকা ৬০ পয়সা দরের শেয়ারটি বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সায়। চতুর্থ অবস্থানে রয়েছে নর্দান ইনস্যুরেন্স—এটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৬৭ শতাংশ; ক্লোজিং দর উঠে এসেছে ১১১ টাকা ৭০ পয়সায়।

পঞ্চম স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স (স্ট্যান্ডারইনস)-এর শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ২২ দশমিক ৮৪ শতাংশ। আগের সপ্তাহে ৩৫ টাকা ৯০ পয়সা দরের শেয়ারটি সপ্তাহ শেষে লেনদেন হয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়।

এছাড়া দরবৃদ্ধির তালিকায় পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে—এইচআর টেক্সটাইল (২১ দশমিক ৮৮ শতাংশ), ফার্স্ট ফাইন্যান্স (২০ দশমিক ৮৩ শতাংশ), ইনটেক (২০ দশমিক ৭৩ শতাংশ), উসমানিয়া গ্লাস শিট (১৯ দশমিক ৮৭ শতাংশ) এবং তাল্লু স্পিনিং, যার শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট কিছু ছোট ও মাঝারি মূলধনের শেয়ারে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ এবং স্বল্পমেয়াদি স্পেকুলেটিভ চাহিদার কারণেই সপ্তাহজুড়ে এসব শেয়ারে উল্লেখযোগ্য দরবৃদ্ধি দেখা গেছে।