সুইডেনের জনপ্রিয় ইউটিউবার ও সংগীতশিল্পী ম্যাটিয়াস ক্রান্টজ ছয় মাস ধরে এক অভিনব পরীক্ষা চালিয়েছেন—নিজের পোষা অক্টোপাস তাকোয়াকিকে পিয়ানো বাজানো শেখানো। ক্রান্টজের ভাষায় এই অভিজ্ঞতা ছিল “সবচেয়ে খারাপ এবং সবচেয়ে মজার।”
তাকোকে প্রথমে আস্থা অর্জন করতে হয়, পরে বিশেষ একটি কি-বোর্ড তৈরি করা হয়, যেখানে অক্টোপাস শিঙি দিয়ে নোট বাজাতে পারে। উৎসাহ দিতে জলের বুদ্বুদ এবং ‘ক্র্যাব এলিভেটর’ ব্যবহার করা হয়, যা তাকোর প্রিয় কাঁকড়াকে পিয়ানো বাজানোর সঙ্গে সংযুক্ত করে। ক্রান্টজ পাশে গিটার বাজিয়ে তাকোকে সঙ্গ দেন এবং শিশুখ্যাত ‘বেবি শার্ক’ গানও শেখানোর চেষ্টা করেন।
সামুদ্রিক বিজ্ঞানী জেনি হফমেইস্টার সতর্ক করে বলেন, “অক্টোপাস সম্ভবত সংগীতের জন্য নয়, বরং কাঁকড়া পেতে নোট বাজাচ্ছে; সে ছন্দ বা গতি বোঝে না।” তবুও এই অভিজ্ঞতা ইউটিউব দর্শকদের কাছে মজার এবং অনন্য এক নকশার ভিডিও হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
























