ঢাকা   শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

হাদির অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ১১ সিদ্ধান্ত জানাল এভারকেয়ার

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৬, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ১১ সিদ্ধান্ত জানাল এভারকেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা নিশ্চিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল এক বিবৃতিতে জানান, শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অপারেশন-পরবর্তী জটিল চিকিৎসার জন্য হাদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

বিবৃতিতে জানানো হয়, হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় এখন তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে সর্বাত্মক সাপোর্ট দেওয়া হচ্ছে। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

চিকিৎসকরা জানান, তার ফুসফুসেও আঘাত রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প রক্ত বের হচ্ছে। সংক্রমণ বা এআরডিএস এড়াতে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও তা ধরে রাখতে নিবিড়ভাবে ফ্লুইড ব্যালেন্স মনিটর করা হচ্ছে।

এছাড়া শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতা (ডিআইসি) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তের উপাদান দেওয়া হচ্ছে। ব্রেন স্টেম ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা করছে। প্রয়োজনে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

মেডিক্যাল বোর্ড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারসহ সংশ্লিষ্ট সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাদার ও মানবিক সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বর্তমানে হাদির সামগ্রিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

রোগীর পরিবারকে বিস্তারিত অবহিত করা হয়েছে এবং তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট জানাতে পারবেন। এ ছাড়া অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হাসপাতালে দর্শনার্থী আসা নিষেধ করা হয়েছে এবং গুজব বা অনুমানভিত্তিক তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

মেডিক্যাল বোর্ড জানিয়েছে, সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে হাদির চিকিৎসা চলছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।