ঢাকা   শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৪, ১৩ ডিসেম্বর ২০২৫

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। নির্বাচন কমিশন জানায়, নির্বাচন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বাছাই, আপিল গ্রহণ, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হবে।

ইসি নির্দেশ দিয়েছে, মনোনয়নপত্র দাখিল বা প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বিকাল ৫টার পর কোনো কার্যক্রম গ্রহণ হবে না। তবে প্রক্রিয়ার অব্যাহততা এবং জরুরি প্রয়োজনের জন্য অফিস সময়ের পরেও প্রয়োজনমতো খোলা রাখা যাবে। এ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।