ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ন্যাশনাল টির প্লেসমেন্ট শেয়ারে সময় বাড়ল আবারও

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ মে ২০২৫

ন্যাশনাল টির প্লেসমেন্ট শেয়ারে সময় বাড়ল আবারও

তৃতীয় দফায় বাড়ানো হলো ন্যাশনাল টি কোম্পানির প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের সময়সীমা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে। রাষ্ট্রায়ত্ত এই চা কোম্পানিটি ১১৯ টাকা ৫৩ পয়সা দরে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৭৯ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করতে চায়, যা সম্পূর্ণ নগদে পরিশোধযোগ্য।

এর আগে আগস্ট ও অক্টোবরে দুই দফায় সময় বাড়ালেও কাঙ্ক্ষিত অর্থ সংগ্রহ হয়নি। মার্চে দ্বিতীয় দফার সময়সীমা শেষ হওয়ার পর কোম্পানিটি আরও তিন মাস সময় চেয়ে বিএসইসির কাছে আবেদন করে। এর মধ্যে প্রথম দফায় ৪৪ কোটি এবং দ্বিতীয় দফায় ৫৮ কোটি টাকা সংগ্রহ করা হয়, অর্থাৎ দুই দফায় মোট তহবিল এসেছে প্রায় ১১১ কোটি টাকা।

তবে তহবিল সংগ্রহের পাশাপাশি রয়েছে কিছু কঠিন শর্ত। বিএসইসি জানিয়েছে, ন্যাশনাল টি কোম্পানিতে সরকারের (আইসিবি ও সাধারণ বীমা কর্পোরেশনের শেয়ারসহ) মালিকানা ন্যূনতম ৫১ শতাংশ বজায় রাখতে হবে। তাছাড়া বর্ধিত সময়সীমা শুধুমাত্র ১৫ মে ২০২৩-এর রেকর্ড ডেট অনুসারে যারা এখনো সাবস্ক্রিপশন পরিশোধ করেননি, তাদের জন্য প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন না।

তবে এই বাড়তি সময়ও কোম্পানিকে কাঙ্ক্ষিত অর্থ সংগ্রহে কতটা সহায়তা করবে, তা এখন দেখার বিষয়। নতুন করে সাবস্ক্রিপশন শুরুর ও শেষ হওয়ার নির্ধারিত সময় পরে জানানো হবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।