ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

শেয়ারবাজারে করহারে ১০% ব্যবধানের প্রস্তাব

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ১৭ মে ২০২৫

শেয়ারবাজারে করহারে ১০% ব্যবধানের প্রস্তাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির করহারে ন্যূনতম ১০ শতাংশ ব্যবধান রাখার প্রস্তাব দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী বাজেটে শেয়ারবাজারে এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত রাখার দাবি তোলা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব সুপারিশ করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলো। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, মূলধনি মুনাফার ওপর থেকে কর প্রত্যাহার, বিও হিসাবের বার্ষিক ফি মওকুফ, ব্রোকারেজ হাউসের লেনদেনে অগ্রিম কর হ্রাসসহ বিভিন্ন নীতিগত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবছরে তাদের আয়ের ৮০ শতাংশই বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বিএসইসি নিয়মিতভাবে বাজার অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা করবে।

প্রস্তাবিত করহারের ব্যবধান ও অন্যান্য করছাড় কার্যকর হলে বাজারে বিনিয়োগ আকর্ষণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।