ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে ‘বিচক্ষণ সিদ্ধান্ত’ বলছে যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে ‘বিচক্ষণ সিদ্ধান্ত’ বলছে যুক্তরাষ্ট্র

ভারত ও পাকিস্তান যখন একাধিক প্রাণঘাতী হামলার পর আরও বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে ছিল, তখনই উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়—যা ‘বিচক্ষণতার এক বাস্তব উদাহরণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশ একটি নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় বসতে রাজি হয়েছে।

এই ঘোষণার কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যালসহ বিভিন্ন মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। রুবিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার সাহসিকতা ও রাষ্ট্রনায়কসুলভ দূরদর্শিতার প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, শনিবার রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দ্বিপাক্ষিক আলোচনায় সহায়তার আশ্বাস দিয়েছেন। এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।