
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই সকল পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছেন। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ।”
মালালা আরও জানান, ঘৃণা ও সহিংসতা আমাদের আসল শত্রু, একে অপরের নয়। তিনি পাকিস্তান ও ভারতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা উত্তেজনা কমাতে উদ্যোগ নেন, সাধারণ মানুষ—বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং সমাজকে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন।
উভয় দেশে সীমান্ত হামলায় যারা প্রিয়জন হারিয়েছেন, সেই বেসামরিক মানুষের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে মালালা বলেন, “এই বিপজ্জনক সময়ে আমি পাকিস্তানে আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের কথা ভাবছি।”
মানবিকতার এই বার্তা আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, মালালার মতো বিশ্বমানের ব্যক্তিত্বের এমন বক্তব্য ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে সহায়ক হতে পারে।