
দীর্ঘ উত্তেজনার পর ভারত ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
শনিবার এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালক ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করেন। আলোচনায় দুই দেশ সম্মত হয়, ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান ও গোলাগুলি বন্ধ থাকবে। যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকরে উভয় দেশের পক্ষ থেকেই সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের এই পদক্ষেপে উপমহাদেশে শান্তির সম্ভাবনা জোরালো হয়েছে বলে মত বিশ্লেষকদের।