ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনায় বড় সিদ্ধান্ত আমির খানের, পিছিয়ে গেল সিনেমার ঝলক

ভারত-পাকিস্তান উত্তেজনায় বড় সিদ্ধান্ত আমির খানের, পিছিয়ে গেল সিনেমার ঝলক

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়ছে বিনোদন অঙ্গনেও। রাজনৈতিক অস্থিরতায় দর্শক হলে যাবে কি না—এই দুশ্চিন্তায় সিনেমার মুক্তি নিয়ে সংশয়ে পড়েছেন অনেক নির্মাতা ও প্রযোজক। এমন পরিস্থিতিতে নিজের বহুল প্রত্যাশিত সিনেমা ‘সিতারে জমিন পার’–এর প্রথম ঝলক মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন বলিউড তারকা আমির খান।

‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর দীর্ঘ বিরতিতে ছিলেন আমির। প্রায় তিন বছর পর তিনি ফিরছেন নতুন সিনেমা নিয়ে। আগামী ৮ মে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও সামরিক অভিযানের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

আমির খানের প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “দেশজুড়ে যেভাবে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মাথায় রেখেই ছবির ঝলক প্রকাশ স্থগিত রাখা হয়েছে।” এর আগেও, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়।

এর মাঝে ভারত মধ্যরাতে পাকিস্তানে চালিয়েছে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক হামলা। দেশব্যাপী এই ঘটনার আলোড়ন আমির খানের সিনেমা ছাড়াও প্রভাব ফেলেছে অন্য প্রজেক্টেও। রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমাটিও বড় পর্দার পরিবর্তে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সব মিলিয়ে, উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের সংঘাতের ছায়া বিনোদন জগতেও পড়ছে স্পষ্টভাবে।