ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতের হামলায় ইসরায়েলি ড্রোন ব্যবহারের দাবি পাকিস্তান সেনাবাহিনীর

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৪৫, ৮ মে ২০২৫

ভারতের হামলায় ইসরায়েলি ড্রোন ব্যবহারের দাবি পাকিস্তান সেনাবাহিনীর

ভারতের চালানো সামরিক অভিযানে ইসরায়েলি হরপ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বুধবার রাত থেকে এ পর্যন্ত দেশটির আকাশসীমায় পাঠানো ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘সফট-কিল’ (যেমন—ইলেকট্রনিক জ্যামিং) ও ‘হার্ড-কিল’ (যেমন—ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ) প্রযুক্তি ব্যবহার করে এই ড্রোনগুলো ধ্বংস করে। ৬ মে ভারত যে বিমান হামলা চালায়, তার প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা আঘাত হানে। সেই পাল্টা হামলায় পাঁচটি যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস করা হয় বলে দাবি করেছে পাকিস্তান, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হওয়ার কথাও জানানো হয়।

কাশ্মীর সীমান্তে ভারতের বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে আইএসপিআর জানায়, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ ইতোমধ্যে জড়ো করা হচ্ছে। আইএসপিআর আরও জানায়, "শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা রুখে দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সক্ষম।"