
বাংলাদেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
ডা. পোদ্দার আরও জানান, শিক্ষকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা দায়েরের ফলে বিদ্যালয় পরিচালনায় বিপত্তি সৃষ্টি হচ্ছে। এছাড়া শিক্ষায় বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষার মান হ্রাস পাচ্ছে, যার কারণে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না।
এসময় শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষক সম্মানী ও মর্যাদার ব্যাপারে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে, তবে বর্তমান সরকার সেই দিকে কাজ করছে। তিনি আরও জানান, শিক্ষা বৈষম্য দূর করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, আজকের শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের আগামীর জন্য প্রস্তুত করা সরকারের অন্যতম দায়িত্ব।