
দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে নাকাল জনজীবন। রোদের প্রখরতা ও গরমের তাপে মানুষ যেন হাঁসফাঁস করছে। এই ক্লান্তিকর আবহাওয়ায় একটু বৃষ্টির ছোঁয়া যেমন প্রকৃতিতে আনতে পারে প্রশান্তি, তেমনি মানুষের মনে জাগাতে পারে স্বস্তি। এ অবস্থায় মুমিনদের উচিত মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করা।
রাসুলুল্লাহ (সা.) নিজেও বৃষ্টির জন্য একটি বিশেষ দোয়া পড়তেন। হাদিসে এসেছে, একবার কিছু মানুষ বৃষ্টির অভাবে কাঁদতে কাঁদতে নবী (সা.)-এর কাছে এলে তিনি এই দোয়াটি করেছিলেন:
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ
উচ্চারণ: আল্লাহুম্মাসকিনা গাইছান মুগিছান মারিআন নাফিআন গইরাদ দাররিন, আজিলান গইরা আজিল।
অর্থ: হে আল্লাহ, আমাদের বিলম্বে নয়, দ্রুত, ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, ভারী বৃষ্টি দান করুন।
এই দোয়া করার পরই আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টি বর্ষিত হয়েছিল বলে হাদিসে বর্ণিত (আবু দাউদ, হাদিস : ১১৬৯)। এমন কঠিন গরমে আমাদেরও উচিৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করা।