
ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক হাজারের বেশি কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত। গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশে হঠাৎ করে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা 'এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)' পরিচালিত বেশ কিছু সম্প্রচার কার্যক্রম। একই সঙ্গে এক হাজারেরও বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয় এবং প্রায় ৬০০ ঠিকাদারকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়।
এর বিরুদ্ধে গত ২২ এপ্রিল মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থ নির্দেশ দেন, ভিওএসহ অন্যান্য সম্প্রচার সংস্থার কর্মীদের কাজে ফিরিয়ে আনা এবং তাদের সম্প্রচার ও অনুদান পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে গতকাল শনিবার ফেডারেল আপিল আদালত ২-১ ভোটে সেই আদেশ স্থগিত করে জানায়, বিচারক ল্যামবার্থের এমন নির্দেশ জারির যথাযথ আইনি ভিত্তি ছিল না।
এ রায় অনুযায়ী, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন ডলারের অনুদানও আপাতত ফেরত দেওয়া হবে না।
তবে এই রায়ে ভিন্নমত পোষণ করেন সার্কিট বিচারক কর্নেলিয়া পিলার্ড। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মামলাটি নিষ্পত্তির আগেই এসব আন্তর্জাতিক সম্প্রচার কার্যক্রম ধ্বংস হয়ে যেতে পারে এবং বিশেষ করে ভয়েস অব আমেরিকা কার্যত নীরব হয়ে পড়বে।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইউএসএজিএম "অপূরণীয়ভাবে ভেঙে পড়েছে" এবং সংস্থাটি ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া ‘একটি বিশাল জয়’ বলে দাবি করেন ট্রাম্পের উপদেষ্টা ক্যারি লেক।
এদিকে, ভয়েস অব আমেরিকার ওয়েবসাইট গত ১৫ মার্চের পর থেকে হালনাগাদ হয়নি। এর অনুষ্ঠাননির্ভর বিদেশি রেডিও স্টেশনগুলো বন্ধ আছে বা কেবল সংগীত সম্প্রচার করছে। যদিও সম্প্রচার পুনরায় শুরুর প্রস্তুতির কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও ইউএসএজিএম এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।