
ভারত-পাকিস্তানের মধ্যকার টানটান উত্তেজনার আবহে আজ শনিবার পাকিস্তান সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল তাদের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ৪৫০ কিলোমিটার পাল্লার এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তান তাদের সামরিক সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণ ছিল “এক্স সিন্ধু” নামের একটি সামরিক মহড়ার অংশ। এতে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি ক্ষেপণাস্ত্রের নেভিগেশন সিস্টেম ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা হয়।
উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটিজিক ফোর্সেস কমান্ডের (এএফএসসি) সদস্য, স্ট্র্যাটিজিক প্ল্যান ডিভিশনের কর্মকর্তাসহ দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে, যা পাকিস্তানের সামরিক প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এই সফল পরীক্ষার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সংশ্লিষ্ট সেনা, প্রকৌশলী ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তাঁরা ক্ষেপণাস্ত্র কার্যক্রমে নিয়োজিত বাহিনীর প্রস্তুতি ও দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।
এই উৎক্ষেপণের সময়টাও ছিল কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানের দিকে ইঙ্গিত করলেও ইসলামাবাদ তা প্রমাণহীন বলে নাকচ করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সময়ে আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানকে একটি শক্তিশালী বার্তা দিতে সহায়তা করবে—নিজেদের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতায় তারা পুরোপুরি প্রস্তুত।