ঢাকা   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘বলিউড জঘন্য’—ভিডিওতে কান্নায় ভেঙে পড়লেন বাবিল খান, পরে মুছলেন সবকিছু

‘বলিউড জঘন্য’—ভিডিওতে কান্নায় ভেঙে পড়লেন বাবিল খান, পরে মুছলেন সবকিছু

ওটিটিতে সদ্য মুক্তি পাওয়া ‘লগআউট’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন ইরফান খানের ছেলে বাবিল খান। কিন্তু এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে। আজ সকালে ইনস্টাগ্রামে হঠাৎ একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে বলিউড ইন্ডাস্ট্রিকে "জঘন্য" বলে আখ্যায়িত করেন এবং অঝোরে কাঁদতে থাকেন। ভিডিওতে বাবিল বলেন, "বলিউড একটা জঘন্য জায়গা। এখানকার মানুষ খুব রূঢ়।" সেইসঙ্গে তিনি উল্লেখ করেন অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের নামও।

তবে ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পরই বাবিল তা মুছে ফেলেন এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ করেন। এতে নেটদুনিয়ায় শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করছেন, বলিউডের বৈষম্য বা মানসিক চাপের কারণেই এমন আবেগঘন প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

ঘটনার পর বিকেলে বাবিলের পরিবার একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ভিডিওটি তার মানসিক চাপের একটি মুহূর্তমাত্র। বাবিল নিরাপদে আছেন এবং শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়, ভিডিওতে যেসব বলিউড তারকার নাম এসেছে, তাঁদের সম্পর্কে নেতিবাচক কিছু বলেননি বাবিল। বরং এই তারকারাই বলিউডে ইতিবাচক পরিবর্তন আনছেন, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়, বাবিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হয়ে যেন শুধুমাত্র একটি ভিডিও ক্লিপ দেখে ভুল ব্যাখ্যা না করা হয়।